আইনে বিচারিক আদালতের পর্যবেক্ষণ বলে কিছু নেই: শাহদীন মালিক

0

সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক বলেছেন, বিচারিক আদালত একটি বিরোধের বিচার করে ও সিদ্ধান্ত দেয়। আইনে বিচারিক আদালতের অবজারভেশন কিংবা পর্যবেক্ষণ বলে কিছু নেই। রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ে ৭২ ঘণ্টা পর ধর্ষণের মামলা না নেওয়ার বিষয়ে বিচারকের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে গতকাল এসব কথা বলেন শাহদীন মালিক।

তিনি আরও বলেন, বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোনো মামলার রায় দিতে গিয়ে আইনের যদি কোনো ব্যাখ্যা  দেয়, তা সবার জন্য প্রতিপালন কিংবা অনুসরণীয়। সুপ্রিম কোর্টের আইনের ব্যাখ্যা হলো আইন। কিন্তু বিচারিক আদালতের পর্যবেক্ষণের কোনো আইনগত অনুসরণীয় প্রতিপালনযোগ্য মূল্য নেই। সংবিধানে ১১১ অনুচ্ছেদে বলা আছে সুপ্রিম কোর্ট আইনের যে ব্যাখ্যা দেয় তা সবার জন্য অনুসরণীয়। নিম্ন আদালত কি বলল এটার ওই ধরনের আইনগত কোনো মূল্য নেই। এটা আইনের প্রাথমিক জ্ঞান। নিম্ন আদালত যদি ৭২ ঘণ্টার মধ্যে মামলা নেওয়ার ব্যাপারে কিছু বলে তাহলে এটার প্রতিপালন করার আইনগত ভিত্তি নেই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com