গনতন্ত্রের বিধান নয়, তবুও আওয়ামী লীগ তারা রাষ্ট্রের সব কয়টি স্তম্ভকেও দলীয় করণের মাধ্যমে নিজেদের পদানত করে নিচ্ছেন নিজেদের স্বার্থে,।
আমি ডালিয়া লাকুরিয়া মনে করি সংবিধান বা গনতন্ত্রের বিধান নয়, তবুও আওয়ামী লীগ তারা রাষ্ট্রের সব কয়টি স্তম্ভকেও দলীয় করণের মাধ্যমে নিজেদের পদানত করে নিচ্ছেন নিজেদের স্বার্থে,। এরজন্য সমাজের সর্বক্ষেত্রে তারা দুর্নীতি এবং অসামাজিক কর্মকাণ্ড ছরিয়ে দিতেও দ্বিধা বোধ করছেন না জাতীয় চরিত্র হনন করতে,।
সুতরাং এই গণবিরোধী ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে বাঁচানোর তাগিদে, সকল বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে রাতের ভোটে নির্বাচিত ভোটডাকাত আওয়ামী সরকারকে প্রতিহত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই এখন সাম্প্রতিক সময়ে সকল জনগণের দাবি,।