১৫ আগস্টের ঘটনা ঘটেছে আ.লীগ নেতাদের মতানৈক্যের কারণে: মোশাররফ

0

ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতিহাস বিকৃতি করে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘আজকের প্রেক্ষাপটে ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজ আওয়ামী লীগ ইতিহাসকে বিকৃতি করতে চেষ্টা করছে। ১৫ আগস্টের ঘটনা ঘটেছে তাদের নেতাদের মতানৈক্যের কারণে। এ ঘটনায় কারা বেশি বেনিফিশিয়ারি হয়েছে?

সরকারের সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার আকাঙ্ক্ষা এ সরকার সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। একটি গর্তে পড়ে গেছে বাংলাদেশ। গণতন্ত্র, স্বাধীনতা, ভোটের অধিকার, মানুষকে অর্থনৈতিকভাবে মুক্তি দিতে হবে।

সেমিনারে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শেখ হাসিনাকে বলবো, পিলখানায় মারা যাওয়া ৫৬ জন সেনা কর্মকর্তার সন্তানদের একটু প্রেস ক্লাবের সামনে দাঁড় করান। তা না হলে ভবিষ্যতে আমাদের মতো আপনাদের কোর্টে হাজিরা দিতে হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com