আগুন নিয়ে খেলা বন্ধ করুন: আমেরিকাকে চীন

0

মার্কিন আইন প্রণেতাদের তাইওয়ান সফরকে কেন্দ্র করে আমেরিকাকে আবারও সতর্ক করেছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, তাইওয়ানের স্বাধীনতা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা মানে বিপজ্জনক খেলা। এতে নিজেরাই পুড়ে যাবে।

বুধবার (১০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনের বিরুদ্ধে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এ হুঁশিয়ারি উচ্চারণ করে।

জানা যায়, চীনের সাথে উত্তেজনার মধ্যে আমেরিকার প্রতিনিধি দল স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর একটি নোবাহিনীর বোয়িং সি-৪০এ সামরিক বিমানে তাইপে পৌঁছান। বিমানবন্দরে কিছুক্ষণ থাকার পর বিমানটি ওকিনাওয়ার উদ্দেশ্যে যাত্রা করে।

তাইওয়ান ইস্যুতে আমেরিকার স্বজনপ্রীতি নিয়ে চীনের সামারিক বাহিনীর পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া এসেছে। তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি করে এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছেন মুখপাত্র ডান কেফেই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com