আফগান নিয়ে বৈঠকের আয়োজন করে তালেবানকেই আমন্ত্রণ জানায়নি ভারত
আফগানিস্তান ইস্যুতে দিল্লিতে প্রতিবেশী দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে আঞ্চলিক বৈঠকের আয়োজন করেছে ভারত। এ বৈঠকে সভাপতিত্ব করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। যাদের জন্য এ সম্মেলনের আয়োজন, সেই তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের কোন কর্মকর্তাকেই আমন্ত্রণ জানায়নি দিল্লি।
বুধবার (১০ নভেম্বর) দিল্লিতে এ বৈঠক শুরু হয়েছে।
মার্কিন মদদপুষ্ট সাবেক আফগান সরকারকে হটিয়ে তালেবানের ক্ষমতাগ্রহণ, বর্তমান অবস্থা এবং দেশটির সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক কেমন হবে সে বিষয়ে আলোচনা করতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এতে অংশ নিচ্ছে রাশিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও তাজিকিস্তানের নিরাপত্তা উপদেষ্টারা। তবে সম্মেলনে চীন ও পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশও অংশ নেয়নি।