কবিতা-কাব্য, সুকুমারবৃত্তি সবকিছু নির্বাসিত: মির্জা ফখরুল
দেশে ভয়াবহ ‘ফ্যাসিবাদী’ আগ্রাসনের শাসন চলছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এখন সময়টা খুব দুঃসময়। এই দুঃসময়ে যখন আমাদের সৃষ্টিশীলতা ধবংস হচ্ছে, আমাদের সৃজনশীলতা ধবংস হচ্ছে, আমাদের সব মুক্তচিন্তাকে আবদ্ধ করা হচ্ছে। যখন আমরা কথা বলতে পারি না, যখন আমরা লিখতে পারি না। এককথায় কবিতা-কাব্য, সুকুমারবৃত্তি, শিল্প সবকিছু নির্বাসিত হতে চলেছে।’
গতকাল বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ‘বেঙ্গল, দাই নেইম ইজ বিউটি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এই অভিযোগ করেন। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে ‘মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আযোজন করা হয়।
বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল মান্নান তার জীবনদশায় কবি জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ কাব্য গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন। গ্রন্থটির প্রকাশক অন্যপ্রকাশ। ২০২০ সালের ৪ আগস্ট আব্দুল মান্নান মারা যান।
বিএনপির মহাসচিবের মন্তব্য, ‘এই যে একটা ভয়াবহ পরিস্থিতি, এই যে ভয়াবহ একটা ফ্যাসিবাদের আগ্রাসন সমগ্র জাতির ওপরে। আমার প্রায়ই মনে হয়— এটা একটা নষ্ট সময় আমরা অতিক্রম করছি। দেশের পরিস্থিতির চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের শিশু বা কিশোরকে তার জীবনের নিরাপত্তা দিতে পারি না, আমাদের একজন নারী বা বালিকা, তার ফেসবুকের মধ্যে কোনও স্ট্যাটাস দিতে গিয়ে পুলিশের দ্বারা আক্রান্ত হয়, গ্রেফতার হয় বা তাকে জেলে নিয়ে যায়।’
‘এখানে সাংবাদিক নেতারা উপস্থিত আছেন। তাদের অনেককেই শুধুমাত্র আত্মীয়ের বাসায় যাওয়ার কারণে আটক করা হয়, তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় কারাগারে। আজকের পত্রিকায় দেখলাম যে, ফটো সাংবাদিক কাজল— তার বিরুদ্ধে তিনটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলার বিচার শুরু হয়েছে। ভালো ছবি, সত্য ঘটনার ছবি তুললে তাকেও পাঠিয়ে দেওয়া হয় কারাগারে।’
তিনি বলেন, ‘আজকে সমস্ত পৃথিবীজুড়ে দেখবেন কেমন একটা অস্থিরতা এবং ভালো জিনিসগুলো তিরোহিত হয়ে যাচ্ছে, অন্যায়-অসুন্দর সবকিছু যেন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।’
‘আজকে ভিন্ন পরিবেশে আমরা সবাই মিলিত হয়েছি। আমরা এখানে যারা এই অনুষ্ঠানে এসেছি, তার ৮০ ভাগই রাজনীতির সঙ্গে জড়িত। আপনি চারদিকে তাকিয়ে দেখুন— ক্ষমতার লড়াই। ক্ষমতার লড়াইয়ের জন্য যত খারাপ কাজ করা দরকার, আমরা সবাই কম-বেশি করছি। এটা বাস্তবতা, এটাকে অস্বীকার করে কোনও লাভ নেই।’
ফখরুল বলেন, এরকম অবস্থায় আমাদের মুখে খুব সুন্দর, ভালো কথা আসে না। কাজী নজরুল ইসলামের কথায় বলতে চাই— ‘বড় কাঁথা, বড় ভাব আসে নাকো মাথায়, বন্ধু বড় দুঃখে/ তোমার অমর কাব্য তোমরা লিখো যারা আছো সুখে/ দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যা আসে কৈ মুখে।’
তিনি বলেন, ‘আমরা এখন প্রেস ক্লাবের সামনে অথবা অন্যখানে গিয়ে ওই জোর গলায় কথা বলছি। এছাড়া আর অন্য কোনও উপায় নেই। আরও জোরে বলতে হবে, সোচ্চার হয়ে বলতে হবে। আমাদের আব্দুল মান্নান সাহেবের মতো সুস্পষ্টভাবে অত্যন্ত প্রাণঞ্জল ভাষায় মানুষের কথা মানুষের সামনে বলতে হবে।’
প্রয়াত আব্দুল মান্নানকে একজন ‘অসাধারণ’ ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব।