ফের বিপাকে ট্রাম্প
ফের বিপাকে পড়লেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে হোয়াইট হাউজের কিছু রেকর্ডে তদন্তকারী কংগ্রেসনাল কমিটির প্রবেশাধিকারের অনুমতি দিয়ে রায় দিয়েছেন এক মার্কিন বিচারক। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই রায়ের ফলে তদন্তকারীরা সেসব নথিপত্র সংগ্রহ করতে পারবেন এবং সেগুলো তদন্তের কাজে ব্যবহার করতে পারবেন। এই নথিগুলো গোপন রাখার জন্য ট্রাম্প যুক্ত-তর্ক উপস্থাপন করেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে, এসব নথিপত্র বিশেষ নির্বাহী অধিকার দ্বারা সংরক্ষিত।
তিনি জানিয়েছিলেন, এগুলো হোয়াইট হাউজের গোপনীয়তা রক্ষা করছে। সে কারণে এসব তথ্য যেন তদন্তকারীরা ব্যবহার করতে না পারেন সেই চেষ্টা চালিয়েছিলেন ট্রাম্প। কিন্তু বিচারক তার আবেদন প্রত্যাখ্যান করে এসব নথিপত্র ব্যবহারে তদন্তকারীদের অনুমতি দিয়েছে।
রায়ের ফলে কংগ্রেসের তদন্তকারীরা ৬ জানুয়ারি দেশটির ক্যাপিটল হিলে হামলা সম্পর্কিত শত শত নথিতে প্রবেশাধিকার পাবেন। তদন্তে জানার চেষ্টা করা হচ্ছে ট্রাম্প দাঙ্গার পূর্বে কোনো তথ্য জানতেন কি না।
ফের বিপাকে পড়লেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে হোয়াইট হাউজের কিছু রেকর্ডে তদন্তকারী কংগ্রেসনাল কমিটির প্রবেশাধিকারের অনুমতি দিয়ে রায় দিয়েছেন এক মার্কিন বিচারক। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই রায়ের ফলে তদন্তকারীরা সেসব নথিপত্র সংগ্রহ করতে পারবেন এবং সেগুলো তদন্তের কাজে ব্যবহার করতে পারবেন। এই নথিগুলো গোপন রাখার জন্য ট্রাম্প যুক্ত-তর্ক উপস্থাপন করেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে, এসব নথিপত্র বিশেষ নির্বাহী অধিকার দ্বারা সংরক্ষিত।
তিনি জানিয়েছিলেন, এগুলো হোয়াইট হাউজের গোপনীয়তা রক্ষা করছে। সে কারণে এসব তথ্য যেন তদন্তকারীরা ব্যবহার করতে না পারেন সেই চেষ্টা চালিয়েছিলেন ট্রাম্প। কিন্তু বিচারক তার আবেদন প্রত্যাখ্যান করে এসব নথিপত্র ব্যবহারে তদন্তকারীদের অনুমতি দিয়েছে।
রায়ের ফলে কংগ্রেসের তদন্তকারীরা ৬ জানুয়ারি দেশটির ক্যাপিটল হিলে হামলা সম্পর্কিত শত শত নথিতে প্রবেশাধিকার পাবেন। তদন্তে জানার চেষ্টা করা হচ্ছে ট্রাম্প দাঙ্গার পূর্বে কোনো তথ্য জানতেন কি না।
এমন সময় মার্কিন বিচারক এই রায় দিলেন যখন ট্রাম্পের ১০ সহযোগীকে আইন প্রণেতাদের সামনে সাক্ষ্য দেওয়ার জন্য সমন জারি করা হয়েছে।
চলতি বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক। সে সময় দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়। হামলাকারীরা দাপ্তরিক অনেক নথিপত্র তছনছ করে।
হাউজ অব রিপ্রেজেন্টেটিভস সিলেক্ট কমিটি ওই সময়ের ফোন রেকর্ড, ভিজিটর লগ ও হোয়াইট হাউজের অন্যান্য নথিপত্র দেখতে চায়। এর মাধ্যমে কংগ্রেসে হামলা সম্পর্কিত নথি বেরিয়ে আসতে পারে। কিন্তু সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব নথি গোপন রাখার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
মার্কিন জেলা আদালতের বিচারক তানিয়া চুটকান মঙ্গলবার রাতে এ রায় দেন। হোয়াইট হাউজ থেকে ৭শ পৃষ্ঠার রেকর্ড গোপন রাখার জন্য ট্রাম্পের প্রচেষ্টার জন্য রায়টি একটি বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। যদিও ট্রাম্পের আইনি দল আদালতকে জানিয়েছে, এর বিরুদ্ধে তারা আপিল করতে চান। তাদের এ আইনি লড়াই দেশটির সুপ্রিম কোর্টে শেষ হওয়ার কথা রয়েছে। ৩৯ পৃষ্ঠার রায়ে বিচারক বলেন, প্রেসিডেন্টরা রাজা নন এবং বাদী প্রেসিডে
এমন সময় মার্কিন বিচারক এই রায় দিলেন যখন ট্রাম্পের ১০ সহযোগীকে আইন প্রণেতাদের সামনে সাক্ষ্য দেওয়ার জন্য সমন জারি করা হয়েছে।
চলতি বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক। সে সময় দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়। হামলাকারীরা দাপ্তরিক অনেক নথিপত্র তছনছ করে।
হাউজ অব রিপ্রেজেন্টেটিভস সিলেক্ট কমিটি ওই সময়ের ফোন রেকর্ড, ভিজিটর লগ ও হোয়াইট হাউজের অন্যান্য নথিপত্র দেখতে চায়। এর মাধ্যমে কংগ্রেসে হামলা সম্পর্কিত নথি বেরিয়ে আসতে পারে। কিন্তু সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব নথি গোপন রাখার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
মার্কিন জেলা আদালতের বিচারক তানিয়া চুটকান মঙ্গলবার রাতে এ রায় দেন। হোয়াইট হাউজ থেকে ৭শ পৃষ্ঠার রেকর্ড গোপন রাখার জন্য ট্রাম্পের প্রচেষ্টার জন্য রায়টি একটি বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। যদিও ট্রাম্পের আইনি দল আদালতকে জানিয়েছে, এর বিরুদ্ধে তারা আপিল করতে চান। তাদের এ আইনি লড়াই দেশটির সুপ্রিম কোর্টে শেষ হওয়ার কথা রয়েছে। ৩৯ পৃষ্ঠার রায়ে বিচারক বলেন, প্রেসিডেন্টরা রাজা নন এবং বাদী প্রেসিডেন্ট নন।