সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আ.লীগকে পরিত্যাগ করবে: রিজভী
সাহস থাকলে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য সরকারপ্রধানের প্রতি চ্যালেঞ্জ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। তখন বোঝা যাবে দল হিসেবে আওয়ামী লীগ টিকে থাকবে কি থাকবে না। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি নয়, আওয়ামী লীগেরই অস্তিত্ব থাকবে না।’
গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
সোমবার যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ সেন্টারে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় ভাষণদানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতে বিএনপির শীর্ষ নেতৃত্বের সাজা হওয়ায় রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যতে দলটির অস্তিত্ব টিকে থাকা নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি বলেছেন, সাহস থাকলে তারেক রহমান দেশে ফিরে আসুক।
এসব প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, আপনারা ১৪টি বছর বিনা ভোটে জোর করে ক্ষমতায় আছেন। ন্যূনতম সাহস থাকলে অবাধ-সুষ্ঠু নির্বাচন দিতেন। ভীরু বলে সুষ্ঠু নির্বাচন দেন না, দিনের ভোট রাতে করেন। সাহস থাকলে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিন। তখন বুঝা যাবে, দল হিসেবে ভবিষ্যতে কারা টিকে থাকবে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি নয়, আওয়ামী লীগেরই অস্তিত্ব থাকবে না। কারণ, সুষ্ঠু ভোট হলে জনগণ আপনাদেরকে পরিত্যাগ করবে। তাই সুষ্ঠু নির্বাচন দেওয়ার সৎ সাহস আপনাদের নেই।
তিনি আরও বলেন, বিনা ভোটে ক্ষমতায় এসে আপনারা নাৎসিবাদ কায়েম করেছেন, জনগণকে পরিত্যাগ করেছেন। জনগণ কষ্টে থাকলেও আপনারা সেটা দেখতে পান না। জ্বালানি তেল ও পরিবহন ভাড়া বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। কিন্তু সেদিকে আপনাদের কোনো খেয়াল নেই। আপনারা লুটপাটে ব্যস্ত। এ সময় ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবকে ফরাসী বিপ্লবের সাথে তুলনা করেন রিজভী।