আ.লীগ সরকারের নির্যাতন-নিপীড়ণে দেশের মানুষ জর্জরিত: আফরোজা আব্বাস
আ.লীগ সরকারের নির্যাতন-নিপীড়ণে জর্জরিত বলে মন্তব্য করেছেন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা আব্বাস।
আজ (০৯ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণের সবুজবাগ থানার ৭৩ ও ৭৪ নং ওয়ার্ড বিএনপি’র কর্মীসভায় বিশেষ অতিথি’র বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের মানুষ এখন আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের নির্যাতন-নিপীড়ণে জর্জরিত। আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসন থেকে মুক্তি পেতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম উর্ধগতিতে দেশের মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের এখন ত্রাহি ত্রাহি অবস্থা। এর ওপর সম্প্রতি জ্বালানী তেলের মূল্য বৃদ্ধিতে মানুষ এখন দিশেহারা। কারণ এই জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরও এর প্রভাব পড়বে।
রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে সরকার ব্যর্থ অভিযোগ করে আফরোজা আব্বাস বলেন, আ.লীগ সরকার এখন উন্মাদের মতো জনগণকে শোষণ করতে শুরু করেছে। এই ভয়াবহ অবস্থা থেকে নিস্তার পেতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।