শুনতে মুসলিম শোনায় বলে ঐতিহাসিক ফাইজাবাদ স্টেশনের নাম বদলালো বিজেপি সরকার

0

শুনতে মুসলিম শোনায় বলে বছর তিনেক আগে ফাইজাবাদ শহরের নাম বদলে অযোধ্যা করে দিয়েছিল উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপিশাসিত উত্তর প্রদেশ সরকার। সেই নামবদলের হিড়িকে এবার রাতারাতি বদলে দেওয়া হলো প্রায় দেড়শ’ বছরের পুরনো স্টেশনের নাম। সেখানে ঐতিহাসিক ফাইজাবাদ স্টেশন এখন থেকে পরিচিত হবে অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশন হিসেবে।

হিন্দুত্ববাদী নেতা যোগী সরকারের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ ও বিরক্ত অনেকে। প্রশ্ন তুলছেন ইতিহাসবিদরাও। স্থানীয়রা বলছেন, মাত্র ১০ কিলোমিটার দূরে একটি বড় স্টেশন রয়েছে অযোধ্যা নামে। তাহলে একই নামে আরেকটি স্টেশন কেন? এতে শুধু বিভ্রান্তিই বাড়বে।

উত্তর প্রদেশে গত সাড়ে চার বছরে একের পর এক মুসলিম এলাকা বা স্থাপনার নাম বদলে গেছে হিন্দু নামে। এলাহাবাদ, মুঘলসরাইয়ের নাম আগেই বদলানো হয়েছে। এখন রাজ্যের বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, তার ওপর রাম মন্দির ইস্যু তো রয়েছেই। তাই ইতিহাসের অংশ ফাইজাবাদ স্টেশন পড়েছে নামবদলের যাঁতাকলে।

ক্ষুব্ধ ইতিহাসবিদ বলছেন, শুধু ধর্মীর মেরুকরণে সুড়সুড়ি দিতেই নামবদলের এই উদ্যোগ। এতে জায়গাটির ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেটি ক্ষতিকর। তাদের আশঙ্কা, এই ধারা অব্যাহত থাকলে হয়তো দ্রুতই রাজ্যের ইতিহাস বিজড়িত সব মুসলিম নামই বদলে দেওয়া হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com