বিএনপির মানববন্ধনে মানুষের ঢল
ডিজেল, কেরোসিনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির ডাকা মানববন্ধনে মানুষের ঢল নেমেছে।
সোমবার (৮ নভেম্বর)ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্দ্যোগে সকাল ১১ টায় মানববন্ধন শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯ টা থেকেই মহানগর এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে আসতে থাকেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রেসক্লাবের সামনে নেতাকর্মীদের ঢল নেমেছে।
মানবন্ধনে ইতিমধ্যে বিএনপির উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজুলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, কৃষকদলের হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল প্রমুখ উপস্থিত রয়েছেন।