“জীবনভর ‘গালিব’ এই ভুলটাই করে গেলো। ধুলো ছিল চেহারায়। অথচ আয়না পরিস্কার করে গেলো।” -মীর্জা গালিব।

0

আসলে পুরোনো বছর কিংবা নতুন বছর, কিছুই দিতে পারে না। কিছুই বদলাতে পারে না। পরিবর্তনটা রয়েছে আমাদের নিজেদের মধ্যেই। নিজেকে বদলালে তবেই বছরটা বদলাবে। আর এটাতো জান্নাত নয় যে, চাইলেই আমাদের সব প্রত্যাশা পূরণ হবে। আলহামদুলিল্লাহ, সাময়িক যাত্রা বিরতির পথে আরেকটি নতুন বছরের সুযোগ পাওয়া গেলো। আসুন, অল্পসময়ের এই ট্রানজিট পথে নিজেদের চুড়ান্ত গন্তব্যের অত্যাবশ্যকীয় কেনাকাটাগুলো করে নেই। সমস্ত দায়-দেনার হিসাব এখানেই চুকিয়ে নিই। অন্যথায়, নতুন বছর প্রাপ্তির এই সুযোগটা হয়তো চুড়ান্ত জীবনের প্রয়োজনে মূল্যহীন হয়ে যেতে পারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com