দুপুরের পরে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া

0

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুপুরের পরে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন।

আজ রোববার দুপুরে পৌনে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চেয়ারপারসন আজ দুপুরের পর তার গুলশানের বাসা ফিরোজায় ফিরবেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, আজ দুপুরে আড়াইটার দিকে মেডিকেল বোর্ড বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তার ব্লাড সুগার ওঠা-নামা করছে। কিন্তু তার জ্বর নেই।

গত ২৫ অক্টোবর জাহিদ হোসেন জানিয়েছিলেন, খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হয়েছে।

কয়েকদিন জ্বর অনুভব করার পর গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.