অভিনেতা হেলাল খানকে আহ্বায়ক করে জাসাসের নতুন কমিটি
অভিনেতা হেলাল খানকে আহ্বায়ক করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থা জাসাস এর নতুন কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে ।
শনিবার (৬ অক্টোবর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।
এতে বলা হয় ,বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস এর কেন্দ্রীয় আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
জাসাসের সাবেক সাধারণ সম্পাদক জনাব হেলাল খানকে আহবায়ক ও ১ম যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকনকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস এর ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি কেন্দ্র কর্তৃক অনুমোদিত হয়েছে।