সৌদি আরবের কাছে ৬৫০ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রয় করবে আমেরিকা

0

সৌদি আরবের কাছে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদির কাছে অস্ত্র বিক্রিয়ের অনুমোদন দিয়েছে বলে এ বিবৃতিতে পেন্টাগন নিশ্চিত করেছে।

আমেরিকার প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর জানিয়েছে, ওয়াশিংটন রিয়াদকে বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় সহায়তা করার জন্য এই বিক্রয়ের অনুমোদন করেছে।

মিত্র দেশগুলোর নিরাপত্তা বাড়ানোর মাধ্যমে আমেরিকার পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়া মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য এ অস্ত্র বিক্রি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করবে।

সৌদি বাইডেন প্রশাসনের কাছ থেকে ২৮০টি ক্ষেপণাস্ত্র কিনছে বলে জানা গেছে। ক্ষেপণাস্ত্রগুলো ২০ মাইল গতিতে ছুটতে পারে ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। ১৯৯১ সালে প্রবর্তিত এ ক্ষেপণাস্ত্র কাতার, কুয়েত ও জর্ডানের মতো অন্যান্য মার্কিন মিত্রদের কাছেও বিক্রি করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com