করোনায় ইউরোপে আরো ৫ লাখ মৃত্যু হতে পারে: হু
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আগামী বছরের শুরুর দিকে ইউরোপে আরও পাঁচ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
সম্প্রতি ডব্লিউএইচও-এর ইউরোপ শাখার আঞ্চলিক ডিরেক্টর হান্স ক্লুগ জানান, ইউরোপের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের।
তিনি আরও জানান, সংক্রমণের সাম্প্রতিক গতি বজায় থাকলে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই মৃত্যুর সংখ্যা আরও অর্ধেক মিলিয়ন অর্থাৎ পাঁচ লাখ বেড়ে যেতে পারে।
ডব্লিউএইচও-এর ইউরোপ শাখার আওতাধীন ৫৩টি দেশ। তবে রাশিয়া ও তুরস্ক এ ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়।