জলবায়ু নিয়ে রাশিয়া-চীনের সঙ্গে ‘অর্থপূর্ণ’ আলোচনা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি বলেছেন, ‘কপ২৬’ শীর্ষ সম্মেলনে রাশিয়া এবং চীন উভয়ের সঙ্গেই মার্কিন যুক্তরাষ্ট্র অর্থপূর্ণ আলোচনা করছে।
শুক্রবার (৫ নভেম্বর) গ্লাসোর জলবায়ু সম্মেলনের স্কটিশ ইভেন্ট সেন্টারের গ্রিন জোনে তিনি এ কথা বেলন।
জন কেরি বলেন, মিথেন দূষণ কমানোর বিষয়ে তিনি শুক্রবার রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। আমরা কীভাবে মিথেনের প্রভাব মোকাবিলা করতে পারি এবং সম্ভবত একসঙ্গে কাজ করতে পারি সে সম্পর্কে কথা বলেছি।
জন কেরি আরও যোগ করেন, আমরা এখানে চীনের সঙ্গে বৈঠক করছি। এছাড়া বিষয়টি নিয়ে আমরা বেশ কয়েকদিন ধরে কথা বলেছি, এটি বোঝার চেষ্টা করছি, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করার উপায় হিসেবে সাধারণত কি কি ভিত্তি নিয়ে কাজ করতে পারি। আসলে জলবায়ু নিয়ে এখন জরুরিভাবে এগিয়ে যেতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহান্তে জি২০ আলোচনায় ‘কপ২৬’-এর প্রাক্কালে অগ্রগতির অভাবের জন্য চীন এবং রাশিয়ার এগিয়ে না আসাকে দায়ী করে মন্তব্য করেছেন।