ইউরোপে ইসলামবিদ্বেষের বিরোধী ক্যাম্পেইনে বাধা ফ্রান্সের

0

ইউরোপের আঞ্চলিক সংস্থা কাউন্সিল অব ইউরোপের ইসলামবিদ্বেষের বিরোধী এক ক্যাম্পেইন ফ্রান্সে বাতিল করেছে দেশটির সরকার।

বুধবার ফ্রান্সের টেলিভিশন চ্যানেল এলসিআই টিভিতে কথা বলতে গিয়ে এই তথ্য জানান ফরাসি যুব উপমন্ত্রী সারাহ আল-হায়রি।

আল-হায়রি দাবি করেন, এই ক্যাম্পেইন ফ্রান্সের মূল্যবোধের বিরোধী।

তিনি বলেন, ‘ক্যাম্পেইনের ভিডিওতে হেডস্কার্ফ পরতে উৎসাহিত করা হয়েছে। আমরা এর নিন্দা জানাচ্ছি। ফ্রান্স ক্যাম্পেইনের বিষয়ে তার আপত্তি জানিয়েছে এবং ক্যাম্পেইন বাতিল করা হয়েছে।’

তিনি জানান, তারা ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার সংরক্ষণ করেন কিন্তু এই ক্যাম্পেইনে হেডস্কার্ফের অনুমোদন দেয়া হয়েছে।

ফ্রান্সের এই পদক্ষেপের পরপরই কাউন্সিল অব ইউরোপ এর টুইটার একাউন্ট থেকে ক্যাম্পেইন সংশ্লিষ্ট সব টুইট মুছে দিয়েছে।

এর আগে মঙ্গলবার ক্যাম্পেইন শুরু করে কাউন্সিল অব ইউরোপ। ক্যাম্পেইনের সাথে সংশ্লিষ্ট প্রচারণায় হেডস্কার্ফ পরা মুসলিম নারীর ছবিসহ ‘হেডস্কার্ফে স্বাধীনতা’, ‘আনন্দ বয়ে আনুন ও হিজাবকে গ্রহণ করুন’, ‘হিজাবের স্বাধীনতায় ভিন্নতার সৌন্দর্য’ প্রভৃতি স্লোগান যুক্ত ছিলো।

সূত্র : আনাদোলু এজেন্সি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com