কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠাই ছিল তরিকুল ইসলামের রাজনীতির মূল লক্ষ্য: মির্জা ফখরুল
কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম তরিকুল ইসলামের রাজনীতির মূল লক্ষ্য ছিল বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, তরিকুল ইসলাম ছিলেন গণমানুষের রাজনীতির সঙ্গে আজীবন যুক্ত। পরবর্তীতে মজলুম জননেতা মাওলানা ভাষানীর অনুসারী হিসেবে ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতি পর্যন্ত তিনি ছিলেন জনগণের পক্ষে। দেশ ও দশের প্রতি সহমর্মী এই মানুষটি সবসময় নিজ আদর্শে ছিলেন অবিচল। জাতীয়তাবাদী রাজনীতির কল্যাণে গণমানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে সামাজিক ন্যায়বিচার ভিত্তিক শোষণমুক্ত সমাজ এবং গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠাই ছিল তরিকুল ইসলামের রাজনীতির মূল লক্ষ্য।
তরিকুল ইসলামের রাজনীতি দলীয় নেতাকর্মীদেরকে অনুপ্রেরণা যোগাবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আজীবন সংগ্রামী এই নেতা নিষ্ঠুর নির্যাতন সহ্য করেও কঠিন সিদ্ধান্তে অটুট থাকতেন। মুক্তিযুদ্ধ, স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এবং বিভিন্ন শ্রেণি পেশার অধিকার আদায়ের সংগ্রামে তরিকুল ইসলামের অবদান অবিস্মরণীয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, মরহুম তরিকুল ইসলামের অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। মরহুমের মৃত্যুবার্ষিকীতে আমি তার রুহের মাগফিরাত কামনা করছি।