ইউপি নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থীর সভায় অস্ত্র প্রদর্শনের অভিযোগ
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থীর সভায় অস্ত্র প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। রিটার্নিং কর্মকর্তা এটাকে নিষিদ্ধ বলছেন।
বুধবার (৩ নভেম্বর) বিকেলে মেহেরপুরের গাংনীর কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এদিন বিদ্যালয় প্রাঙ্গণে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলজার হোসেনের নির্বাচনী কর্মীসভা হয়। এসময় আব্দুল হান্নান নামের এক ব্যবসায়ী লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র (শটগান) নিয়ে সভার মঞ্চে উঠেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম। আর প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
এসময় গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন ও গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অস্ত্রের বিষয়ে আব্দুল হান্নান বলেন, আমি একজন ব্যবসায়ী। অস্ত্রটি আমার নামে লাইসেন্স করা। সভায় অস্ত্র নিয়ে আসলে কি সমস্যা আমার জানা নাই। আমার আগ্নেয়াস্ত্র আমার সঙ্গেই ছিল।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক বলেন, অস্ত্র প্রদর্শন করেছে এমন তথ্য আমার জানা নেই।
রিটার্নিং অফিসার আব্দুল আজিজ জানান, যে কোনো প্রকার অস্ত্র প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। আগ্নেয়াস্ত্র প্রদর্শন করলে পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।