ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি মোদি: নাফতালি বেনেত

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। এমনটিই জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) দুই নেতার এক আলোচনায় এই মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর টুইট করা এক ভিডিওতে দেখা গেছে গ্লাসগোতে কপ২৬ জলবায়ু সম্মেলনের কঠিন সময়সূচির মধ্যেও দুই প্রধানমন্ত্রী প্রাণবন্ত সময় কাটাচ্ছেন।

নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে নাফতালি বেনেত বলেন, ‘আমার দলে যোগ দিন’। জবাবে হাসিতে মেতে ওঠেন মোদি।

কপ২৬ জলবায়ু সম্মেলনের পার্শ্ববৈঠকে প্রথমবারের মতো সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদি ও নাফতালি বেনেত। বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মত বিনিময়ের পাশাপাশি তারা উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com