অনির্বাচিত আ.লীগ সরকারকে জনগণই টেনে হিঁচড়ে নামাবে: মির্জা ফখরুল

0
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিজের ও দলের কর্মকাণ্ড সম্পর্কে জানতে আয়নার দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দুর্ভাগ্য, যারা রাজনীতি করেন, তারা নিজের দিকে তাকান না। ওবায়দুল কাদের ও তাদের দলকে অনুরোধ করব, আয়নার দিকে তাকান, আপনারা কী করছেন?
কিভাবে তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে। ফখরুদ্দিন-মঈনুদ্দিনের সহযোগিতায় তারা ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পর শেখ হাসিনা বলেছেন তাদের ক্ষমা করে দেওয়া হলো।
এরপর জনগণ দেখেছে কিভাবে তারা রাতের বেলা রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে ভোট করেছে।
নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি আবার ক্ষমতায় আসবে।
তিনি আরও বলেন, হিটলার, মুসোলিনীও ক্ষমতার চেয়ারে ছিল তারা কি এখন আছে? আওয়ামী লীগ এখন যে চেয়ারে বসে আছে, জনগণই তাদের টেনে নামাবে।
গতকাল মঙ্গলবার (২ নভেম্বর), দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনকালীন সময়ে যদি নিরপেক্ষ সরকার না থাকে তবে নির্বাচন কমিশন কিছুই করতে পারে না।
সরকার কারও মতামত গ্রহণ করে না উল্লেখ করে তিনি বলেন, নিজের মতো করে নির্বাচন করার জন্য তারা সমস্ত কিছু সাজিয়ে নেয়।
তিনি বলেন, কুমিল্লায় মন্দিরে যে ঘটনা ঘটেছে আমরা স্পষ্ট করে বলেছি এটা তারাই ঘটিয়েছে। তাছাড়া রংপুরের পীরগঞ্জে হামলায় যারা ধরা পড়েছে সব তাদের নেতা। অন্যান্য জায়গায় ও তাদের লোক ধরা পড়ছে।
তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com