দখলকৃত পশ্চিম তীরে ১৩০০ ফিলিস্তিনী বসতি নির্মাণের অনুমতি ইসরাইলের

0

দখল করা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য ১ হাজার ৩০০ বাড়ি নির্মাণের অনুমতি দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এর আগে সেখানে অবৈধভাবে তিন হাজারের বেশি ইসরাইলি বসতি নির্মাণের অনুমতি দেওয়া হয়।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ১৭০টি বাড়ি নির্মাণের চূড়ান্ত অনুমতি এবং আরও ১ হাজার ১৩৩টি বাড়ি নির্মাণে ফিলিস্তিনিদের প্রাথমিক অনুমতি দিয়েছে বলে বার্তা সংস্থা এএফপির বরাতে আল জাজিরার খবর বলা হয়েছে।

এর আগে গত বুধবার ইসরাইলের ওই একই কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে ১ হাজার ৮০০ ইহুদি বসতি নির্মাণের চূড়ান্ত অনুমতি দেয় এবং আরও ১ হাজার ৩৪৪টি বাড়ি নির্মাণের প্রাথমিক অনুমতি দেয়।

এ বিষয়ে ফিলিস্তিনি এবং মানবাধিকার সংস্থাগুলো বলেছে, নতুন করে অনুমোদন দেওয়া বসতিগুলো প্রয়োজনের তুলনায় খুবই কম। যে এলাকায় বসতি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে সেখানে ইসরাইলি সেনাদের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে।

সেসব এলাকায় ফিলিস্তিনিদের সাধারণত কোনো বসতি নির্মাণের অনুমতি দেওয়া হয় না। এরপরও কোনো স্থাপনা নির্মাণ করা হলে তা গুঁড়িয়ে দেওয়া হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com