ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করবে বিএনপি
দলের কর্মসূচি সংক্রান্ত বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করবে ঢাকা মহানগর বিএনপি নেতারা।
আজ মঙ্গলবার ২ রা দুপুর ১২টায় ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক আব্দুস সালাম এবং উত্তরের আহবায়ক আমানউল্লাহ আমান অংশ নেবেন বলে জানান তিনি।