মোদি-যুদ্ধে কংগ্রেসে অনাস্থা মমতার
ভারতে মোদিবিরোধী লড়াইয়ে বারবার ব্যর্থ হয়েছে কংগ্রেস। তাই প্রতিরোধের ‘ব্যাটন’ নিজের হাতে তুলে নিলেন মমতা ব্যানার্জি। সোমবার দ্ব্যর্থহীন ভাষায় তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিলেন, ‘বিজেপিবিরোধী লড়াইয়ে কংগ্রেসের ওপর নির্ভর করা যাবে না।’ একইসাথে সোশ্যাল মিডিয়াতে অধীর চৌধুরীকে খোঁচা দিয়েছে রাজ্যের শাসক দল। তাদের দাবি, কংগ্রেসের বর্তমান নেতৃত্বই হল বিজেপির সবচেয়ে বড় ‘রক্ষাকবচ’ (ইনসিওরেন্স)। নাম না করে এই খোঁচার লক্ষ্য যে সোনিয়া-রাহুল গান্ধী, তা মানছে রাজনৈতিক মহল। তাদের বক্তব্য, বিরোধী জোট গঠনে ‘কমন মিনিমাম প্রোগ্রাম’ তৈরির ভার নেয়া কংগ্রেস আরো শ্লথ হয়ে পড়েছে। তাই তাদের ‘ব্রাত্য’ রেখেই এগতে চাইছেন মমতা। ফলে আরো বাড়বে দ্বৈরথ।
তৃণমূলই ‘আসল’ কংগ্রেস, দলের মুখপত্রে আগেই স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এই বক্তব্য। দিন যত যাচ্ছে, ততই সোনিয়া গান্ধীর দলের প্রতি তাদের আক্রমণ আরো তীব্র হচ্ছে। সোমবার কলকাতার জানবাজারে কালীপুজোর উদ্বোধন মঞ্চেও কংগ্রেস বিরোধিতায় সরব হন মমতা। প্রশ্ন তোলেন, ‘যেদিন থেকে নরেন্দ্র মোদি ক্ষমতায়, কংগ্রেস কোনো লড়াই করেছে? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রমাণ দিয়েছে, বিজেপিকে তারা একাই হারাতে পারে। আর সেখানে বাম, আর ভাইজানের সাথে জোট করে কংগ্রেসের বিধায়ক সংখ্যা শূন্য। এমনকি দেশেও কংগ্রেসের অবস্থা ক্ষয়িষ্ণু।’ এই অবস্থায় বিজেপিকে হটাতে ‘তৃণমূল একাই যথেষ্ট’, সেই বার্তাও উঠে এসেছে নেত্রীর বক্তব্যে। তিনি বলেছেন, ‘কংগ্রেস আপস করে চলে। আমরা আপস করি না। আমাদের মৃত্যু হবে, কিন্তু বিজেপিকে শক্তিশালী হতে দেব না। ওরা (কংগ্রেস) ওপরে বিরোধিতা করে, আর ভিতরে আন্ডারস্ট্যান্ডিং করে চলে।’
বিজেপি-কংগ্রেসের বোঝাপড়ার পক্ষে তত্ত্ব হাজির করেছেন তৃণমূল নেত্রী। টেনে এনেছেন সদ্য গোয়া সফরের প্রসঙ্গ। তার ওই সফর চলাকালীন গোয়ায় পা রেখেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোনিয়া-পুত্রের নাম না করে এদিন মমতা বলেন, ‘গোয়ায় আমি দেখলাম কংগ্রেসের এক নেতা ১০০ গাড়ির কনভয় নিয়ে আসছেন। তাদের পোস্টার ও হোর্ডিং ছিল। একটাতেও কালো কালি লাগানো হয়নি। একটা হোর্ডিংও ভাঙা হয়নি। আর গোয়াতে আমার ছবিতে কালি লেপে দেয়া হয়েছে।’ এই পর্বেই বিজেপিকে মমতার হুঁশিয়ারি, ‘তোমার হাতে রং-তুলি আছে, তাই কালি দিচ্ছ। আগামী দিন জনগণের হাতে ভোট আছে, তারা ভোট দিয়ে তোমায় ব্ল্যাকলিস্ট করে বিদায় জানাবে।’
২০১৪ ও ২০১৯ সালের লোকসভা ভোট প্রমাণ করেছে, মোদিবিরোধী লড়াইয়ে কংগ্রেস ব্যর্থ। সামনে মিশন ২০২৪। তাই এখন থেকেই ঘর গোছানোর কাজ শুরু করেছে তৃণমূল। কংগ্রেসের ওপর আর ‘নির্ভর’ না করে সব রাজ্যে নিজ উদ্যোগে পৌঁছে যাচ্ছে। স্বয়ং মমতা এদিন বলেছেন, ‘কংগ্রেস বাংলায় প্রত্যেকটি আসনে আমাদের বিরুদ্ধে লড়াই করবে, আর অন্য জায়গায় গিয়ে কী করে আশা করে আমরা ওদেরকে সাপোর্ট দিয়ে আসব! দেশের সর্বত্র নীতি এক হওয়া উচিত।’
একটা সময় মমতা ছিলেন কংগ্রেসে। তার দল এখন তৃতীয়বার পশ্চিমবঙ্গের মসনদে। তৃণমূল নেত্রীর অভিযোগ, ‘আমরা কংগ্রেস করতাম। কিন্তু ছেড়ে দিয়ে এসেছি, কারণ কংগ্রেস প্রতারণা করেছিল!’