ছাত্রদল নেতা রনি জামিনে মুক্ত

0

জামিনে কারামুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি। সোমবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তিলাভ করেছেন তিনি।

আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, সব মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন রনি। এ কারণে সোমবার বিকেলে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

এর আগে গত ২১ আগস্ট রাতে ঢাকার মগবাজার থেকে ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানার হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় দায়েরকৃত তিন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালতের অনুমতি নিয়ে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com