যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষ, আহত অনেকে
ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সলসবেরি শহরে দুটি ট্রেনের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় সময় গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে সলসবেরি শহরে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দুর্ঘটনার কবলে পড়া ট্রেন দুটি সলসবেরি ও অ্যানডোভার শহরের মধ্যে চলাচল করত বলে এক টুইটে জানিয়েছে স্থানীয় পুলিশ।
এ বিষয়ে দেশটির রেল যোগাযোগ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানিয়েছেন, সলসবেরি স্টেশনের কাছের একটি টানেল থেকে বের হওয়ার পর একটি ট্রেনের সঙ্গে কিছুর ধাক্কা লাগে। এতে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। পরে আরেকটি ট্রেন এসে পেছন থেকে ধাক্কা দেয়।
ওই মুখপাত্র বলেন, দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় অনেকের আহত হওয়ার খবর মিলেছে। জরুরি সেবা সংশ্লিষ্টরা ঘটনাস্থলে রয়েছে। আহতদের জন্য একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকালের দুর্ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী গ্রান্ট স্যাপস্। এক টুইটে তিনি বলেন, কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখতে হবে। এতে আগামী দিনগুলোতে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।