আফগানিস্তানে গান বন্ধ করতে বিয়ে অনুষ্ঠানে গুলি, নিহত ২

0

আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক বিয়ের অনুষ্ঠানে গান বাজছিল। তা বন্ধ করানোর জন্য একদল অস্ত্রধারী সেখানে হামলা চালিয়েছে। এতে কমপক্ষে দু’জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। হামলাকারীরা নিজেদেরকে তালেবান বলে পরিচয় দিয়েছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি আরো বলছে, এ ঘটনায় তিন হামলাকারীর মধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তালেবানের এক মুখপাত্র। তবে তারা ইসলামী আন্দোলনের পক্ষে এই হামলা চালানোর কথা অস্বীকার করেছে। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তালেবানরা। তখন আফগানিস্তানে গানবাজনা নিষিদ্ধ ছিল।

কিন্তু এবার নতুন তালেবান প্রশাসন এমন কোনো ডিক্রি জারি করেনি এখন পর্যন্ত।
সর্বশেষ ওই হামলা হয়েছে শুক্রবার নাঙ্গারহার প্রদেশের সুরখ রোড ডিস্ট্রিক্টে। সেখানে একসঙ্গে দু’জোড়া যুগলের বিয়ের অনুষ্ঠান চলছিল বলে সাক্ষ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। যে এলাকায় নারীরা থাকবেন, শুধু সেখানে গান বাজানোর জন্য আগেই স্থানীয় তালেবান নেতার কাছ থেকে অনুমতি নিয়েছিলেন সংশ্লিষ্টরা। রাত গভীর হলে অস্ত্রধারীরা জোর করে সেখানে প্রবেশ করে এবং লাউডস্পিকার ভেঙে ফেলার চেষ্টা করে। এতে বাধা দেন অতিথিরা। বাধা পেয়ে সশস্ত্র ব্যক্তিরা প্রকাশ্যে গুলি করে। এর জবাবে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, বিষয়টি তারা তদন্ত করছেন।

তালেবানদের ঘোর বিরোধী জঙ্গি গোষ্ঠী আইএস। নাঙ্গারহার প্রদেশে তারাও সক্রিয়। অতীতে এমন ঘটনার জন্য তাদেরকে দায়ী করা হয়েছে। এসব আইএস জঙ্গিও স্যাবোটাজ হিসেবে এমনটা করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ১৫ই আগস্ট তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয়। শুরু করে দেশ শাসন। তবে শুরু থেকেই তারা দেশে কঠোর ইসলামিক আইন চালু করে। আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য সম্প্রতি তারা কিছুটা পরিবর্তন এনেছে। এর মধ্য দিয়ে নিজেদেরকে উদার হিসেবে দেখানোর চেষ্টা করছে তালেবানরা। তবে তারা ক্ষমতায় ফেরার পর একজন লোকসঙ্গীত শিল্পীকে হত্যা ও তার বাদ্যযন্ত্র ভাংচুরের অভিযোগ আছে এই গ্রুপটির বিরুদ্ধে। এরই মধ্যে অনেক সঙ্গীতশিল্পী ও সঙ্গীতজ্ঞ আফগানিস্তান থেকে পালিয়ে গেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com