আমাদের ভূখণ্ডে মার্কিন সেনা উপস্থিতি আছে: তাইওয়ানের প্রেসিডেন্ট
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন নিশ্চিত করেছেন যে, স্বল্পসংখ্যক মার্কিন সেনা স্বশাসিত দ্বীপ তাইওয়ানে অবস্থান করছে। তাইওয়ানের সেনাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কাজে তারা সেখানে অবস্থান করছে বলে তিনি জানান।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। তবে তিনি পরিষ্কার করেন নি যে, তাইওয়ানে কত মার্কিন সেনা রয়েছে। সাই ইং-ওয়েন বলেন, লোকে যতটা ধারণা করে, তত নয়।
তাইওয়ানের প্রেসিডেন্ট বলেন, আমাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য আমেরিকার সঙ্গে নানামুখী সহযোগিতা রয়েছে।
১৯৭৯ সালে মার্কিন সেনারা তাইপে থেকে বিদায় নিয়েছে। সে সময় আনুষ্ঠানিকভাবে আমেরিকা তাইওয়ানকে স্বীকৃতি দেওয়া স্থগিত করে। তারপরও রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যম গত বছর ইঙ্গিত দিয়েছিল যে, অল্প সংখ্যক মার্কিন সেনা তাইওয়ানের মাটিতে মোতায়েন রয়েছে। এদিকে এক চীন নীতির আওতায় তাইওয়ানের ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে চীন।