বিজেপি’র বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগ মমতার

0

গোয়ায় তিনি বহিরাগত নন। তিনি যেমন পশ্চিমবঙ্গের মেয়ে, তেমনই গোয়ারও মেয়ে। গোটা ভারতেরই মেয়ে তিনি। শুক্রবার সৈকত রাজ্যে বিশিষ্টদের সাথে সান্ধ্য বৈঠকে এ কথা বললেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার সকালে পানাজিমে গোয়ার তৃণমূল কর্মীদের সাথে বৈঠকেও মমতা বলেছিলেন, ‘আমি বহিরাগত নই। আমি পশ্চিমবঙ্গের মেয়ে, ভারতের মেয়ে। পশ্চিমবঙ্গের মতো গোয়াও আমার মাতৃভূমি।’

এর পরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ‘বহিরাগত’ কটাক্ষ করেছিলেন বিজেপি’র সর্বভারতীয় তথ্য-প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য। টুইটে তিনি লিখেছিলেন, ‘গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত। বাংলায় বিভাজনমূলক প্রচার চালিয়েছিলেন তিনি। তিনি দাবি করেন, তিনি ধর্মনিরেপক্ষ। পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের খুন, ধর্ষণ করেছিল তার দলের কর্মীরা। তিনি কোনো কথা বলেননি। তার হাতে রক্ত আছে।’

এর পর আবার সন্ধ্যায় বিশিষ্টদের সাথে বৈঠকে মমতা বললেন, ‘আমি বহিরাগত নই। আমি যেমন পশ্চিমবঙ্গের মেয়ে, তেমনই গোয়ারও মেয়ে। আমি আপনাদের বোনের মতো। পশ্চিমবঙ্গও আমার মাতৃভূমি, গোয়াও আমার মাতৃভূমি।’

সেইসাথে তিনি বলেন, ‘আমি ভারতের যেকোনো জায়গায় যেতে পারি। যেতে পারি না শুধু আসাম আর উত্তরপ্রদেশে। এখানে আসার আগে আমার পোস্টার ছিড়ে দেয়া হয়েছে। ত্রিপুরায় তো মারধর করেই যাচ্ছে।’

বিজেপি’র বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগ তুলে মমতা বললেন, ‘বিজেপি মানুষের মনে বিদ্বেষ তৈরি করার চেষ্টা করছে। আমরা বিভাজনের রাজনীতি করি না। বিভেদমূলক রাজনীতিকে আমরা কখনোই প্রশ্রয় দিই না। গোয়ায় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করব আমরা।’

গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনকে নজরে রেখেই এগোচ্ছে জোড়াফুল শিবির। সেদিকেই ইঙ্গিত করে মমতা বললেন, ‘যা বলব, করে দেখাব। রাজনীতিকদের এটাই নীতি হওয়া উচিত। গোয়ায় এসে খুব ভালো লাগল। আবার আসব।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com