জিয়াউর রহমান দেশের জনপ্রিয় ও সফল রাষ্ট্রপ্রধান ছিলেন: এ্যানি

0

জিয়াউর রহমান দেশের জনপ্রিয় ও সফল রাষ্ট্রপ্রধান ছিলেন। তার আদর্শেই আমরা রাজনীতি করি বলেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোড এলাকায় নিজ বাসভবন প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হচ্ছেন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। তার মতোই তিনি রাজনীতি পরিচালনা করছেন।

সাবেক এ এমপি বলেন, দেশে কথা বলার স্বাধীনতা নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই। আমাদের দায়িত্ব এ স্বাধীনতা প্রতিষ্ঠা করা। আমাদের অধিকার আমাদেরকেই আদায় করে নিতে হবে। এজন্য ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে।

উপজেলার কুশাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী কাশেমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু, যুবদল নেতা আবদুল আলিম হুমায়ুন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন শিমুল প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com