জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন: আমির খসরু
সরকারকে ‘খেলা’ বন্ধ করে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন। এছাড়া আপনাদের আর কোনো পথ নেই।
গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানে তৈরি অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।
সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
মিছিলের আগে খসরু বলেন, খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ আন্দোলন, সংগ্রাম। এছাড়া আর কোনো পথ নেই৷ এটাই একমাত্র পথ।
তিনি বলেন, গত কয়েকদিনে বাংলাদেশে যা ঘটেছে তা আপনারা দেখেছেন। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে ব্যবসা করে, যারা জোর করে জনগণকে বাহিরে রেখে ক্ষমতা দখল করে, গণতন্ত্রকে হত্যা করে এটি তাদের একমাত্র পথ। তারাই এ ধরনের কাজ করে। এরশাদের যখন পতন হয়েছে তখনও মন্দিরে হামলা হয়েছে। তখনও এরশাদের ক্ষমতা টেকেনি। এবারও মন্দিরে হামলা করে গদি টেকানো যাবে না।