আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হবে না: ড. খন্দকার মোশাররফ

0

বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা এ সরকারের অধীনে নির্বাচনে যাবো না। আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের দাবি আদায় করে নির্বাচনে বাধ্য করবো। এ সরকার ক্ষমতায় থাকলে নেত্রীকে মুক্ত করা যাবে না। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা যাবে না। দেশের জনগণকে মুক্ত করা যাবে না। তাই এ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে।

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে সরকার পরিস্থিতি তৈরি করছে বলে উল্লেখ করে তিনি বলেন, মণ্ডপে কোরআন রেখে সেটা ভাইরাল করে একটা পরিস্থিতি তৈরি করা হয়। কারণ যখন জনগণ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য প্রস্তুত নিচ্ছে তখন এ সরকার এ ঘটনা ঘটিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com