সরকারকে ‘খেলা’ বন্ধ করে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার আহ্বান খসরুর
সরকারকে ‘খেলা’ বন্ধ করে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন। এছাড়া আপনাদের আর কোনো পথ নেই।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানে তৈরি অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।
সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
মিছিলের আগে খসরু বলেন, খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ আন্দোলন, সংগ্রাম। এছাড়া আর কোনো পথ নেই৷ এটাই একমাত্র পথ।
তিনি বলেন, গত কয়েকদিনে বাংলাদেশে যা ঘটেছে তা আপনারা দেখেছেন। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে ব্যবসা করে, যারা জোর করে জনগণকে বাহিরে রেখে ক্ষমতা দখল করে, গণতন্ত্রকে হত্যা করে এটি তাদের একমাত্র পথ। তারাই এ ধরনের কাজ করে। এরশাদের যখন পতন হয়েছে তখনও মন্দিরে হামলা হয়েছে। তখনও এরশাদের ক্ষমতা টেকেনি। এবারও মন্দিরে হামলা করে গদি টেকানো যাবে না।
এ সময় অন্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আহমেদ আযম খান, উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, কৃষক দল সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসেন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।