দেশে মূল অপরাধীরা পাড় পেয়ে যাচ্ছে, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করা হচ্ছে: বদিউল আলম
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘দোষারোপের সংস্কৃতির ফলে মূল অপরাধীরা পাড় পেয়ে যায়।’
তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ হিসেবে বিচারহীনতা, পরস্পর দোষারোপের সংস্কৃতি ও যারা দোষী তারা বিচারের আওতায় আসে না বরং রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির ফলে সংখ্যালঘুদের ওপর হামলার পুনরাবৃত্তি ঘটছে।’
গতকাল সোমবার দুপুরে কুমিল্লা টাউন হল কনফারেন্স হলে `সুজন’ আয়োজিত `জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করনীয়’ শীর্ষক নাগরিক সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কুমিল্লার ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়। যারা এর সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হউক। নিরাপরাধ কাউকে যেন হয়রানি করা না হয়।’