দেশে মূল অপরাধীরা পাড় পেয়ে যাচ্ছে, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করা হচ্ছে: বদিউল আলম

0

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘দোষারোপের সংস্কৃতির ফলে মূল অপরাধীরা পাড় পেয়ে যায়।’

তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ হিসেবে বিচারহীনতা, পরস্পর দোষারোপের সংস্কৃতি ও যারা দোষী তারা বিচারের আওতায় আসে না বরং রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির ফলে সংখ্যালঘুদের ওপর হামলার পুনরাবৃত্তি ঘটছে।’

গতকাল সোমবার দুপুরে কুমিল্লা টাউন হল কনফারেন্স হলে `সুজন’ আয়োজিত `জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করনীয়’ শীর্ষক নাগরিক সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কুমিল্লার ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়। যারা এর সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হউক। নিরাপরাধ কাউকে যেন হয়রানি করা না হয়।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com