সব ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় আ.লীগ সরকারের পদত্যাগ করা উচিত: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সব ধর্মের মানুষকে নিরাপত্তা দেওয়া। কিন্তু আওয়ামী লীগ সরকার নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। এ অবৈধ সরকারের পদত্যাগ করা উচিত।
রোববার (২৪ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জেলা বিএনপির নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
ফখরুল বলেন, দেশে দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে। কিন্তু তা নিয়ন্ত্রণ করতে পারছে না তারা। শুধু তাই নয় সারাদেশ খুন, ধর্ষণ, বেড়ে গেছে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। মূলত, এসব ব্যর্থতা থেকে দৃষ্টি সরাতে সরকার এ সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে।
সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি সাবকে সাংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সহ-সভাপতি আবুল কালাম, মিজান চৌধুরী, নাদের আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, আনসার উদ্দিন প্রমুখ।