যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা তুরস্কের
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘোষণা দিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সসহ দশটি দেশের রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের সেদেশ থেকে বহিষ্কার করতে যাচ্ছেন। তিনি তাদের কূটনৈতিক মর্যাদা ও অধিকার প্রত্যাহার করে নিচ্ছেন।
এই দশজনের বিরুদ্ধে তার অভিযোগ, (তুরস্কে জন-হিতৈষীকর কাজের জন্য সুপরিচিত) মানবাধিকার কর্মী ওসমান কাভালার মুক্তি দাবি করে তারা বিবৃতি দিয়েছিলেন। এটি তুরস্কের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর সামিল। রাষ্ট্রদূতরা চাকরি করতে এসে তাদেরকে ‘নির্দেশ’ জারির সাহস দেখাতে পারেন না বলে এরদোয়ান উল্লেখ করেছেন।
এর আগে চলতি সপ্তাহে বিনা বিচারে কাভালাকে আটকের বিরুদ্ধে যৌথভাবে এই বিবৃতি দিয়েছিল যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ফিনল্যান্ড, ডেনমার্ক, জার্মানি নেদারল্যান্ডস. নিউজিল্যান্ড, নরওয়ে এবং সুইডেনের রাষ্ট্রদূতরা। পরে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে তলব করে বিবৃতির বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে।
উল্লেখ্য, ‘সরকার বিরোধী বিক্ষোভে’ অর্থ জোগানো এবং ২০১৬ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে কাভালা ২০১৭ সাল থেকে কারাগারে আছেন। তবে তিনি দোষী সাব্যস্ত হননি।