গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নিয়ে যা বললেন মির্জা ফখরুল
আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি, অনিয়ম, নির্যাতন, রাষ্ট্র পরিচালনায় নানা ব্যর্থতায় মানুষ বিএনপিকে ঘিরে স্বপ্ন দেখছে। তারা মনে করছে বিএনপিই একমাত্র বিকল্প। তাই সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরাও এবার জনগণকে সঙ্গে নিয়ে এ সরকারের পতনে রাজপথে আছি এবং থাকব।
আন্দোলনে জনগণের সম্পৃক্ততা না থাকা প্রসঙ্গে তিনি বলেন, আমরা জাতীয় স্বার্থ নিয়েই আন্দোলন করে থাকি। এ আন্দোলনে অবশ্যই জনগণের সমর্থন এবং তাদের সম্পৃক্ততাও রয়েছে। কিন্তু গুলি, হামলা, ভয়ভীতি দেখিয়ে জনগণকে বিরত রাখার চেষ্টা করা হয়। জনগণ যাতে সেই ভয়ভীতি উপেক্ষা করে আন্দোলনে শরিক হন আমরা সেদিকেই গুরুত্ব দিচ্ছি।
বিএনপি মহাসচিব বলেন, দেশে যে সংকট চলছে সেটা বিএনপির একার নয়। গোটা জাতির সংকট। তাই এ সংকট নিরসনে বিএনপির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্টজন, সামাজিক ও পেশাজীবী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।