বিকেলে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করবে বিএনপি
দলের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে ধারাবাহিকভাবে দুই পর্বে ছয়দিনের বৈঠকের পর এবার পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। আজ শুক্রবার (৮ অক্টোবর) গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিকাল সাড়ে ৩টা থেকে সভা শুরু হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির জানান, আজ বিকালে এবং আগামীকাল শনিবারও (৯ অক্টোবর) একইসময়ে অনুষ্ঠিত হবে এ সভা।
সূত্রে জানা গেছে, শুক্রবার ও শনিবার বিএনপিপন্থী অন্তত ২৫টি পেশাজীবী সংগঠনের নেতা, প্রতিনিধিরা মতবিনিময়ে অংশগ্রহণ করবেন।
শায়রুল কবির খান বলেন, ‘প্রথম দফায় ১৪-১৬ ও দ্বিতীয় দফায় ২১-২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার সমাজের নানা পেশার ব্যক্তিদের সঙ্গে আলাপ করে সেক্টরভিত্তিক সবার মতামত শুনবেন তিনি।’