আফগান ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন করবে রাশিয়া, আমন্ত্রণ পাবে তালেবান
আফগানিস্তান নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে রাশিয়া। এই সম্মেলনে তালেবান নেতাদের আমন্ত্রণ জানানো হবে।
রুশ পেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আফগান বিষয়ক বিশেষ দূত জামির কাবুলভ এর বরাতে রাশিয়ান নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো আগামী ২০ অক্টোবর আফগানিস্তান নিয়ে আন্তর্জাতিক সংলাপ আয়োজন করতে যাচ্ছে।
এদিকে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও তাদের সঙ্গে একাধিক দেশ ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। তারমধ্যে কাতার, পাকিস্তান, আমেরিকা, বৃটেন, রাশিয়া, চীন ও ইরান অন্যতম। আফগানিস্তানে এই রাষ্ট্রগুলোর বৈচিত্র্যপূর্ণ এবং পরস্পরবিরোধী স্বার্থ রয়েছে।
অনেক বিশেষজ্ঞ বলছেন, আফগান সরকারের প্রতি পাকিস্তান, চীন বা কাতারের আনুষ্ঠানিক স্বীকৃতি অনেকটাই অপ্রাসঙ্গিক, কারণ সম্পর্ক শুরু হয়ে গেছে।