এবার যৌথ সামরিক মহড়া শুরু করছে পাকিস্তান ও সৌদি আরব
এবার যৌথ সামরিক মহড়া শুরু করছে পাকিস্তান ও সৌদি আরব। মহড়ায় অংশ নিতে সৌদি নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ করাচি বন্দরে এসে ভিড়েছে। এ সামরিক মহড়ার নাম দেওয়া হয়েছে ‘সামরিক সহযোগিতা জোরদার’।
মহড়ার দিন তারিখ এখনো প্রকাশ করা হয়নি। তবে দু’পক্ষের বিরাজমান চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এ মহড়ার উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে।
সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান বেশ কয়েকটি দেশের সাথে যৌথ সামরিক মহড়া চালিয়েছে। এর মধ্যে রাশিয়া ও কাতার উল্লেখযোগ্য।