প্রায় ৭ মাস পর দলীয় কার্যালয়ে রিজভী
ছয় মাস ২১ দিন পর দলীয় কার্যালয়ে গিয়ে অফিস করছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। করোনা থেকে সুস্থ হওয়ার পর এটি তার প্রথম অফিস। এর আগে সবশেষ ১৬ মার্চ তিনি কার্যালয়ে আসেন।
গত ১৬ মার্চ তার করোনা পজিটিভ হয় রিজভীর। এরপর তিনি দীর্ঘদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেন।
করোনা আক্রান্ত হওয়ার পর তার অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় এবং ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হওয়ায় তাকে আইসিইউতে চিকিৎসা নিতে হয়। এরপর করোনা মুক্ত হয়ে প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে গত ৯ মে বাসায় ফিরেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
হাসপাতাল থেকে ছাড় পেলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় চিকিৎসকদের কঠোর নির্দেশনা মেনে চলেন। বাসায় বসেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। কিছুটা সুস্থ হলে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেও তিনতলায় উঠতে কষ্ট হওয়ায় এতদিন দলীয় কার্যালয়ে আসেননি রুহুল কবির রিজভী।