‘ছাত্রদল নেতাকে না পেয়ে বাবা-চাচাকে আটক’, মির্জা ফখরুলের প্রতিবাদ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘সোমবার (৪ অক্টোবর) রাতে ঢাকা মহানগর (পূর্ব) ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নের বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে পুলিশ। বাড়িতে রবিউলকে না পেয়ে পুলিশ তার পিতা আক্কাস শেখ এবং চাচা আতর আলী শেখ ও এবাদত শেখকে গ্রেফতার করেছে।’ তিনি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে বিএনপির দফতর বিভাগ থেকে পাঠানো এক প্রতিবাদ লিপিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘গতরাতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নের বাড়িতে গ্রেফতার অভিযান চালায় পুলিশ। সবচেয়ে নিষ্ঠুর অমানবিকতা এই যে, নয়নকে বাড়িতে না পেয়ে তার বৃদ্ধ পিতা ও দুই চাচাকে গ্রেফতার করা হয়েছে।’
ফখরুলের অভিযোগ, জনসমর্থনহীন বিনা ভোটের সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন যন্ত্রকে কব্জায় নিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা ভুলুন্ঠিত করা হয়েছে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিএনপিসহ দেশের সব বিরোধী দলকে দমন করতে নব্য বাকশালী শাসন বলবৎ রেখে জনগণকে শাসন ও শোষণ করতে চায়।’