জাতীয় সরকার চাই, বললেন আ স ম রব
শনিবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আসম আবদুর রব এ দাবি জানান।
তিনি বলেন, আগ্রাসী সরকারের দলতান্ত্রিক দৃষ্টিভঙ্গি রাজনৈতিক ব্যবস্থাকে ঝুঁকিপূর্ণ এবং ধবংসাত্মক পরিণতির দিকে ঠেলে দিয়েছে। আসুন আমরা এবার গণবিস্ফোরণের আগুনে শাসক ও শাসন ব্যবস্থা দুইটোকেই বদল করে বাঙালি জাতির অবদমিত আত্মাকে মুখর করে জনগনের ভাগ্য বদলের জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলে এবং আলোকিত মানবিক রাষ্ট্র বিনির্মান করি।
তিনি বলেন, স্বৈরশাসনের পতনের পর রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সংকট নিরসনে জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় ঐক্য ভিত্তিক জাতীয় সরকারই স্বৈরশাসনের পতনের পর অনাকাংখিত সংঘাত-সংঘর্ষ ও রক্তপাতের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবো আ স ম রব বলেন, রাজণৈতিক দল, পেশাজীবী ও বুদ্ধিজীবী শক্তির সংলাপের মাধ্যমে জাতীয় সরকার গঠনের রুপরেখাও তুলে ধরেন রব।
রবের সভাপতিত্বে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবদুল মঈন খান, জাতীয় পার্টি(কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বিকল্পধারার অধ্যাপক নুরুল আমীন ব্যাপারী, জেএসডির তানিয়া রব, মো. সিরাজ মিয়া শুভেচ্ছা বক্তব্য রাখেন।