আগামীতে আন্দোলনের ডাক দিলে ঢাকায় আসার সব পথ বন্ধ করে দেবো, হুঁশিয়ারি আমানের
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, সরকার সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বলে। কিন্তু আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এ সরকারের অধীনে আর নয়। এসময় তিনি প্রয়োজনে নেতাকর্মীদের শহীদ হতেও প্রস্তুত থাকার আহ্বান জানান।
রোববার (৩ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী যখন যেটা প্রয়োজন তখন সেটা করেন। বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রূপ ধারণ করেন। বাংলাদেশের জনগণকে প্রতারিত করে, আগের রাতে ভোট চুরি করে, ক্ষমতা দখল করে রেখেছেন।’
আগামী নির্বাচন বিষয়ে ডাকসুর সাবেক ভিপি বলেন, ‘শেখ হাসিনার অধীনে আর নির্বাচন হতে পারে না। নির্বাচনে গেলে বিএনপিকে ছয়টি আসন, জাতীয় পার্টিকে জোর করে নিয়ে ৩০টা আসন দেওয়া এভাবে আর হতে পারে না।’
নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামীতে আন্দোলনের ডাক দিলে আপনারা ঢাকায় আসার সব পথ বন্ধ করে দেবেন। ঢাকা থেকে আপনারা যা আশা করেন আমরা তা দেবো, ইনশাল্লাহ। আরেকটি গণঅভ্যুত্থান করে বিএনপিকে আবার ক্ষমতায় নিয়ে আসবো।’
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোহাম্মদ রহমত উল্লাহসহ জাতীয়তাবাদী ওলামা দলের নেতারা।