ভোটের অধিকার রক্ষায় আইনজীবীদের দায়িত্ব নিতে হবে — খন্দকার মাহবুব
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বর্তমানে দেশে মানবাধিকার, আইনের শাসন, গণতন্ত্র কিছুই নেই। এ অবস্থায় আইনজীবীরা চুপ করে বসে থাকতে পারে না। রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায় আইনজীবীদের দায়িত্ব নিতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।
শনিবার, ডিসেম্বর ২৮, ২০১৯, দুপুরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের জাতীয় প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ। বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন মিঠু, অ্যাডভোকেট গোলাম রহমান, অ্যাডভোকেট আবদুল বাতেন প্রমুখ।