নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে হাসপাতালে মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে হাসপাতালে ছুটে গেছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস।
বুধবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি অসুস্থ নজরুল ইসলাম খানকে দেখতে যান আব্বাস। এসময় মির্জা আব্বাস অসুস্থ নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বেশ কিছুদিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। গত বৃহস্পতিবার ভোর থেকে নজরুল ইসলাম খান অসুস্থতাবোধ করেন। পরে তা আরো বাড়লে সকাল আটটার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভর্তির পরামর্শ দিলে তাকে ভর্তি করানো হয়। কয়েকদিন সিসিইউতে রাখার পর গত শনিবার তাকে বেডে স্থানান্তর করা হয়।