প্রতিরোধ সংগ্রামই এখন ফিলিস্তিনি জাতির ঢাল-তলোয়ার: ইসমাইল হানিয়া

0

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরইলকে কঠোর হস্তে দমন করতে হবে উল্লেখ করে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, প্রতিরোধ সংগ্রাম এখন ফিলিস্তিনি জাতির ঢাল-তলোয়ার। স্বাধীনতা ও মুক্তির জন্য ফিলিস্তিনিরা শক্তি-সামর্থ্য ও দৃঢ়তা অর্জন করেছে।

দক্ষিণ নাবলুসের বেইতা উপশহরে ইসরাইলি বাহিনীর গুলিতে মুহাম্মাদ আলী খাবিসা নামের এক ফিলিস্তিনি বিক্ষোভকারী শহীদ হওয়ার পর তিনি এ কথা বললেন।

এই হত্যাকাণ্ড সম্পর্কে ইসমাইল হানিয়া বলেন, এই ঘটনায় প্রমাণিত হয়েছে ফিলিস্তিনি জনগণ কখনোই তাদের ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব মেনে নেবে না। ইহুদি উপশহরগুলোকে স্বীকৃতি দেবে না।

হামাস নেতা বলেন, প্রতিরোধ সংগ্রামের বিষয়ে ফিলিস্তিনিরা ঐক্যবদ্ধ। দখলদারদেরকে বিতাড়িত করার এটিই সবচেয়ে সহজ পন্থা। ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারদের কোনো ভবিষ্যৎ নেই।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গত শুক্রবার ফিলিস্তিনি যুবক মোহাম্মাদ আলী খাবিসার শাহাদাতের খবর নিশ্চিত করেছে। গত কয়েক মাস ধরেই বেইতা উপশহরে ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। সেখানকার বিক্ষোভ মিছিলে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হামলায় এ পর্যন্ত ৮ জন শহীদ ও শত শত ব্যক্তি আহত হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com