সরকারদলীয় নেতাদের দুর্নীতি আজ মহামারিতে রূপ নিয়েছে: সালাম

0

বিএনপির ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটির আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, ‘দেশ বাঁচাতে জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে হটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সৎ, দেশপ্রেমিক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। পাড়ায়-পাড়ায় সংগঠন তৈরি করে আন্দোলনমুখী জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।

গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) নয়াপল্টনস্থ মহানগর বিএনপি’র কার্যালয়ের ভাসানী মিলনায়তনে মতিঝিল থানা বিএনপি’র ‘সদস্য তথ্য সংগ্রহ ফরম’ জমার কর্মসূচিতে এসব কথা বলেন আবদুস সালাম।

তিনি বলেন, ‘সরকারদলীয় নেতাদের দুর্নীতি আজ মহামারিতে রূপ নিয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকার এখন দুর্নীতি ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে আজ দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লুটে নিয়ে বিদেশে বেগম পাড়া তৈরি করা হয়েছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com