বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকেই নেতৃত্ব দিতে হবে: সেলিম
এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপিকে নেতৃত্ব দিতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে পারলেই গণতন্ত্র ফিরে আসবে।
গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এক সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের ছাত্রদলের সহ-সম্পাদক ব্লাড ক্যান্সারে আক্রান্ত রাকিব হোসেনকে সহযোগিতা দেন সেলিম।
এলডিপির দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্রবার বিকালে রামগঞ্জে রাকিবের বাড়িতে গিয়ে দেখা করে তাকে ফুলের তোড়া দিয়ে মানসিকভাবে সাহস যোগান শাহাদাত হোসেন। এ সময় চিকিৎসার জন্য তাৎক্ষণিক এক লাখ টাকা নগদ অনুদান দেন তিনি। পাশাপাশি তার চিকিৎসার দায়িত্বও তিনি গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ জালাল আহামদ মন্টু, ইঞ্জিনিয়ার নুরুল আমিন প্রমুখ।